আমাদের সম্বন্ধে

সাম্যবাদের   আদর্শে সমাজ পরিবর্তনের লক্ষ্যে সংগ্রামের অন্যতম হাতিয়ার , ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের মুখপত্র  কালান্তর।   ১৯৬২ সালে সাপ্তাহিক হিসেবে আত্মপ্রকাশ। দৈনিক ১৯৬৬   সাল থেকে । পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রাচীনতম অস্তিত্বের বাংলা  সংবাদপত্র। রবীন্দ্র রচনাবলী থেকে নিয়ে   বিশিষ্ট কবি বিষ্ণু দে এবং চিন্তাবিদ চিন্মোহন সেহানবীশের প্রস্তাবনায় এই  'কালান্তর ' নামকরণ। শিরোনামটির অলংকরণ করে দিয়েছেন বিশ্ববন্দিত পরিচালক সত্যজিৎ রায়।  একদিকে কৃৎকৌশলগত উন্নয়নের তাগিদ অন্যদিকে তীব্র আর্থিক সংকটের  কারণে আপাতত পাক্ষিক হিসেবে এবং বর্তমান  লক ডাউন -এর কারণে এখন কেবল পিডিএফ সংস্করণ রূপে   প্রকাশিত হচ্ছে।শত সংকট সত্ত্বেও  মেহনতি মানুষের সংগ্রামের সাথী হিসেবে কালান্তর ইতিমধ্যেই  প্রগতিশীল ও বিকল্প দৃষ্টিভঙ্গির পাঠকের কাছে ভালোবাসা , সহানুভূতি ও প্রশ্রয়ের পাত্র। এই প্রত্যয় নিয়ে কালান্তর আবার দৈনিকে ফিরতে আপ্রাণ সচেষ্ট।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন