কালান্তর (১৮ জুলাই ২০২৩)

কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন।

মন্তব্যসমূহ

  1. শর্ত পূরণ হয় নি বলে রাশিয়া ইউক্রেনের সাথে গম রপ্তানীর চুক্তি থেকে সরে আসলো। কি সেই শর্ত সেটা কোথাও খুঁজে পাওয়া গেল না প্রতিবেদনে। মূল কথা ছিল আফ্রিকার দরিদ্র ও দুর্ভিক্ষ পীড়িত দেশে গম রপ্তানী হবে। ইউক্রেনের সাথে সাথে রাশিয়ার গম ও সার রপ্তানী হবে। দেখাগেল বড়লোক ইউরোপে ৯৮% গম রপ্তানী হল আর আফ্রিকায় গেল ২%। ইউরোপের কয়েকটা দেশ পশুখাদ্য হিসেবে সেই গম কাজে লাগাল। আর রাশিয়ার গম ও সার বাধার সম্মুখিন হল। এর মধ্যে আফ্রিকার কয়েকটা গরীব দেশে রাশিয়া সার ও গম দান করার ঘোষণা করে। রাষ্ট্র সংঘের মধ্যস্ততায় ইউক্রেন রাশিয়া তুরস্ক চুক্তি স্বাক্ষরকারী।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন