কালান্তর (১৫ আগস্ট ২০২২)

কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন।

মন্তব্যসমূহ

  1. মার্কিন যুক্তরাষ্ট্র ই ইউ ও অন্যদের তেল কেনায় নিষেধাজ্ঞা করলেও নিজেরাই ঘুর পথে তেল কিনছে আগের তুলনায় অনেক বেশি পরিমাণ। পদ্ধতি একই। গভীর সমুদ্রে আন্তর্জাতিক জলসীমায় রাশিয়া থেকে তেল অন্য জাহাজে নিয়ে মার্কিন দেশের বন্দরে ভিড়ছে। এগুলো কোন কোম্পানি করছে মার্কিন সরকারের জ্ঞাতসারেই। এইভাবেই চলছে মারকিনিদের দুমুখো নীতি। নিজেদের স্বার্থে এরা নিয়ম তৈরী করে। আর মার্কিন একতরফা নিষেধাজ্ঞা বেয়াইনী আন্তর্জাতিক আইন অনুসারে। একমাত্র রাষ্ট্র সংঘ নিরাপত্তা পরিষদের আরোপ করা নিষেধাজ্ঞাই আইনী।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন