কালান্তর (১৩ জুলাই, ২০২২)

কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন।

মন্তব্যসমূহ

  1. 'রাশিয়ার গ্যাস বন্ধ নিয়ে দুশ্চিন্তায় জার্মানি' শিরোনামে প্রকাশিত খবর নিয়ে দু একটা কথা।
    নর্ড‌ স্ট্রীম-১ প্রধান গ্যাস সরবরাহকারী পাইপলাইন নয়। সোভিয়েত আমলেই দ্রুঝবা(মৈত্রী) পাইপলাইনের মাধ্যমেই ইউরোপের বিভিন্ন সমাজতান্ত্রিক দেশে গ্যাস পাঠানো হোত। দুই জার্মানির মিলনের পরে এবং আঙ্গেলা মার্কে‌লের সফল দৌত্যের ফলে নর্ড‌ স্ট্রীম -২ সম্পূর্ণ হয়ে পড়ে আছে। কারণ মার্কিনী আদেশ পায় নি জার্মানি। দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকেই জার্মানি ন্যাটোর বৃহত্তম ঘাঁটি-সেখানে ৪০,০০০ মার্কিন সেনা মজুত থাকে। আর কেন নরডস্ত্রীম থেকে সরবরাহ কমে ৪০% হয়েছে, সেটা সাংবাদিক সততার কারণেই বলা উচিৎ ছিল। নরডস্ট্রীম -র রক্ষণাবেক্ষণ করে সিমেন্স কোম্পানী-জারমানি। সিমেন্স গ্যাস টার্বাইন সারাতে কানাডা পাঠিয়েছিল। রাশিয়ার উপর অবরোধের অজুহাত দিয়ে টার্বাইন পাঠায় নি কানাডা।। তাই বাধ্য হয়ে গ্যাজপ্রোম কোম্পানি গ্যাস পাঠান কমিয়ে দিয়েছে। এখন জার্মানি কানাডার সাথে কথা বলে সেই টার্বাইন আনার ব্যবস্থা করছে। এখন দু পক্ষের মতানুযায়ী নির্ধা‌রিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য দশ দিন বন্ধ থাকবে গ্যাস পাঠানো । আর একটা তথ্য- ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়া গ্যাস পাঠান চালু রেখেছে চুক্তি অনুযায়ী। মার্কিনী বা তার তাঁবেদার ইউ রাস্ট্র হলে চুক্তির তোয়াক্কা না করে কবেই গ্যাস বন্ধ করত। রাশিয়ার অসীম ধৈর্য। আর পোল্যাণ্ড বুলগেরিয়া সহ কয়েকটি দেশে গ্যাস বন্ধ -কারণ অন্য। রাশিয়া চাইছে দাম দিতে হবে তাদের মুদ্রা রুবলে। কারণ রাশিয়ার প্রায় সব ব্যাংকের উপর অবরোধ জারি আছে। ফলে ডলার বা ইউরো তে পাঠান টাকা গায়েব হয়ে যাচ্ছে। যাকে বলে ফ্রিতে গ্যাস পাবার ব্যবস্থা। সেই জন্য রাশিয়া নিয়ম করেছে দাম দিতে হবে তাদের মুদ্রায় যাতে নিজের মাল বেচার টাকা ঘরে আসে। সেই জন্য গ্যাজপ্রমের নিজস্ব ব্যাংকে আকাউন্ট খুলতে হবে। সেখানে ইউরো বা ডলারে ক্রেতা দেশ দাম জমা করবে। ব্যাংক ইউরো বা ডলার রুবলে ভাঙিয়ে কোম্পানির ঘরে জমা করবে। তাতে আপত্তি জানিয়ে ছিল পোল্যাণ্ড সহ কয়েকটি দেশ। তাই সতর্ক করে গ্যাস পাঠানো বন্ধ করেছে। এসব তথ্য পাঠকদের বলতে হয়। যেহেতু এটা কালান্তর তাই লিখলাম। বাজারি কাগজগুলো তো লিখবে না। এ দিক দিয়ে দেখছি গণশক্তি অনেক উন্নতি করেছে। তারা দেশি বিদেশি তাঁবেদার উৎস ছাড়াও অন্য উৎসের সাহায্য নেয়।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন