কালান্তর (১৮ মে, ২০২২)

কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন।

মন্তব্যসমূহ

  1. 18/05/2022 এ প্রকাশিত ২৬৪ জন ইউক্রেনিয় সেনাকে আজভস্টাল কারখানা থেকে সরান প্রসঙ্গে কালান্তরের জ্ঞাতার্থে নিবেদন। বারবার যুদ্ধবিরতি ও মানব করিডোর খুলে দেওয়া সত্ত্বেও কট্টর নব্য নাৎসি আজভ বাহিনী ওই কারখানার সুরক্ষিত অবতলে ছিল। কয়েকদিন আগে ইউক্রেনের আসল মালিক মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধসচিব ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে আলোচনার ভিত্তিতে কিয়েভ সরকার রাজী হয় ওই আটকে থাকা আজভ বাহিনীর আত্মসমর্পণের। সেই অনুযায়ী ডোনেটস্ক পিপস রিপাবলিক ও রাশিয়ার যৌথ বাহিনী আহত আজভ বাহিনীর সেনাদের DPR Donetsk People's Republic নিয়ন্ত্রিত এলাকার হাসপাতালে চিকিতসার জন্য পাঠিয়েছে। এই আজভ নাৎসি বাহিনীই ২০১৪ সাল থেকে ডনবাস এলাকায় বেসামরিক নাগরিকদের উপর অত্যাচার চালিয়েছে এবং আট বছর ধরে নিরবিচার গোলাবর্ষ‌নের মাধ্যমে ১৪ হাজারেরও বেশি লোককে হত্যা করেছে যার মধ্যে অধিকাংশ বৃদ্ধ শিশু ও নারী এবং এরা সবাই অসামরিক ব্যক্তি। উল্লেখ করা যেতে পারে যে ২০১৪ ফেব্রুয়ারীতে মার্কিন যুক্তরাষ্ট্র সংগঠিত সামরিক অভ্যুত্থান, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে নব্য নাতসি-অতি দক্ষিণপন্থী সরকারকে বসায়। ২০১৪র ২ মে ওডেসায় অভ্যুত্থানবিরোধী সমাবেশে নব্য নাৎসি- অতি দক্ষিণপন্থীদের হামলায় বহুতল ট্রেড ইউনিয়ন বিল্ডিং এ তাড়িয়ে নিয়ে যাওয়া প্রতিবাদীদের হত্যা করা হয় বাড়িতে আগুন লাগিয়ে। তার পরেই সামরিক অভ্যুত্থানবিরোধী শান্তিপূর্ণ প্রতিবাদীরা ডনবাসে সামরিক প্রতিরোধে সামিল হয়। ইউক্রেনের নিয়মিত সামরিক বাহিনী ও নব্য নাৎসি কুখ্যাত আজভ বাহিনী (যারা নিয়মিত ইউক্রেনিয় বাহিনীর অন্তর্ভুক্ত) শান্তিপূর্ণ নাগরিকদের উপর আক্রমণ চালাতে থাকে। ডনস্কের জনগণ দুটো গণপ্রজাতন্ত্রে সংগঠিত হয়ে সামরিক প্রতিরোধ চালায়। জারমানি ও ফ্রান্সের তত্ত্বাবধানে ইউক্রেন প্রেসিডেন্ট পোরোসেঙ্কো , ডনেস্ক ও লুগান্সক গণপ্রজান্ত্রের মধ্যে যুদ্ধবিরোধি চুক্তি হয়। সেখানে ইউক্রেনের মধ্যে বিশেষ ডনবাসের বিশেষ স্বায়ত্বশাসন স্বীকৃত হয়। কিন্তু ২০১৪ সাল থেকে মিন্স্ক চুক্তি না মেনে ইউক্রেনের বাহিনী গণহত্যা আরম্ভ করে। পরবর্তী ঘটনাবলী তারই ফলশ্রুতি।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন