কালান্তর (২৮ ফেব্রুয়ারি, ২০২২)

কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন।

মন্তব্যসমূহ

  1. ২৮/০২/২০২২ তারিখে ৭ পাতার একটা খবরে ''চার শহর রাশিয়ার দখলে কিএভ খরকিভে ......'' এক জায়গায় বলা হয়েছে' ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া।' এই খবরটা কোথায় পেলেন সংবাদিক? পশ্চিমী কাগজে নিয়মিত এই মিথ্যা কথা নিয়মিত লেখা হয়ে থাকে। যিনি লিখেছেন তার জ্ঞাতার্থে জানাচ্ছি---- ২০১৪ সালে মার্কিনীদের তত্বাবধানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুষ্ঠুভাবে নিরবাচিত সরকারের পতন ঘটিয়ে, তাদের বশংবদ এক নব্য নাৎসি লোকেদের কিয়েভে বসায় এবং দেশের সংবিধান বাতিল করে অ রুশ ভাষা নিষিদ্ধ করে । উক্ত ভাষাভাষি এবং অন্যান্য অভ্যুত্থান বিরোধিদের উপর তীব্র নিপীড়ন আড়োমগ করে। ক্রিমিয়ার পার্লামেন্ট গণভোটের আয়োজন করে। তাতে প্রায় ৮৩% ভোট পড়ে। ৯৬.৭৭% লোক রাশিয়াতে যোগ দেবার পক্ষে ভোট দেয়। ২.৫% বিরোধিতা করে। তাই সামরিক অভিযান চালিয়ে দখন হয় নি। দয়া করে ঐ মার্কিনী মিথ্যাচার কালান্তরের পাতায় ছাপবেন না। ের আগেও আমি লিখেছি। আমি জানি না আদৌ সম্পাদক মণ্ডলীর কেউ এগুলাও দেখার সময় পান কিনা!

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন